কবি ও লেখক ফয়সাল আহম্মদকবি ও লেখক ফয়সাল আহম্মদ

ঈদ

ফয়সাল আহম্মদ।

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

সাজবে সবাই নতুন সাঁজে।

হাসবে আকাশের চাঁদ।

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

রাঙ্গাবে হাত, পরবে পাঞ্জাবী,

কোলাকুলি করবে নামাজ শেষে।

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

ঈদ ঈদ চারিদিকে ঈদ

গরিব, দুঃখীদের ঈদ,

আমার ফিলিস্তিন ভাই-বোনদের ঈদ

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

পারবে কি তুমি সাঁজাতে,

তাদের ঈদ, যাদের খাবার নেই ঘরে,

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

পারবে কি ভাগ করতে,

তোমার খুশির আনন্দ

তাদের সাথে, যারা ঘুমায়

টিনের চালের নিচে।

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

নেই খাবার, নেই পানি

নেই জামা, নেই রাতের ঘুম

কখন জানি মৃত্যু হয়।

তবুও এসেছে ঈদ।

আছি ভাই অনেক কষ্টে,

মসজিদে আকসা বাচাঁতে

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

বলবো সবই খোদার কাছে,

ঈদের দিনেও খাবার জোটেনি

মৃত্যু যে, লিখা ছিল কপালে।

এসেছে ঈদ আবার সবার মাঝে,

নিয়ে খুশি, নিয়ে আনন্দ।

By admin

Related Post

5 thoughts on “ফয়সাল আহম্মদের “ঈদ” কবিতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *