সড়কে আনফিট গাড়ি নামলেই ব্যবস্থা : বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারবিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার

ঈদযাত্রায় এবার আনফিট গাড়ি নামলেই তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

শনিবার (৬ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, প্রতিবছরই অভিযোগ থাকে ঈদের সময় কিছু আনফিট গাড়ি সড়কে নেমে আসে। এবার কোনোভাবেই যাতে আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে, এজন্য বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রেখেছি।
এ ছাড়াও গার্মেন্টস মালিকদের রিকুইজিশন দিতে বলেছি, যাতে বিআরটিসির বাস নিতে পারে। আনফিট গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই ।নূর মোহাম্মদ মজুমদার বলেন, গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করছে। বিভিন্ন টিকেট কাউন্টার ঘুরে দেখলাম, বেশিরভাগ জায়গায় ভাড়া কম নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দুই-এক জায়গায় রুট ভুল লিখেছে। তাই ওই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করতে বলেছি। এখানে যাত্রীরও তেমন ভিড় নেই, পাশাপাশি অতিরিক্ত ভাড়াও অভিযোগ দেখছি না।তিনি আরও বলেন, বিআরটিএ এর পক্ষ থেকে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা লাগিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের ম্যাজিস্ট্রেট, ভিজিলেন্স টিম সদস্য দেখছে। যাতে বদনাম না হয়, মালিক সমিতির নেতারাও সিরিয়াস।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *