গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া, সিসিইউতে ভর্তি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। 


তিনি বলেন, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাত ১২টার দিকে খালেদার গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসকরা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তারা।


গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর মেডিক্যাল বোর্ডের সদস্যরা গুলশানের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *