সূরা আম্বিয়ায় যে সকল দোয়া বর্ণিত হয়েছে

লা-ইলাহা, ইল্লা-আংতা ছুবহানাকা ইন্নি কুংতু-মিনা-যালিমীনলা-ইলাহা, ইল্লা-আংতা ছুবহানাকা ইন্নি কুংতু-মিনা-যালিমীন

পবিত্র গ্রন্থ আল কোরআনের ১১৪টি সূরার অসংখ্য আয়াতে আল্লাহ তায়ালা তার বান্দাকে বেশ কিছু দোয়া বর্ণনা শিখিয়েছেন। যাতে আমরা কোন বিপদে-আপদে পতিত হলে সঠিক নিয়মে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি। এর মধ্যে নবীদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা অনেক দোয়াও আছে আবার কিছু দোয়া আল্লাহ তায়ালা নিজেই বান্দাকে শিক্ষা দিয়েছেন। এখানে কোরআনের সূরা আম্বিয়ায় বর্ণিত কিছু দোয়া তুলে ধরা হলো—
দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে এই দোয়াটি পড়ুন-

اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ : আন্নি মাছছানিয়াদ-দ্বুররু ওয়া আনতা আরহামুর-রাহিমীন

অর্থ : ‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৩)

বিপদ থেকে মুক্তি ও ক্ষমা প্রার্থনার দোয়া বা দোয়ায়ে ইউনুছ

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ ٭ۖ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ
উচ্চারণ : লা-ইলাহা, ইল্লা-আংতা ছুবহানাকা ইন্নি কুংতু-মিনা-যালিমীন।

অর্থ : আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’, আপনি পবিত্র, মহান; আমিতো সীমালংঘনকারী। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৭)

সন্তান লাভের দোয়া

رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ
উচ্চারণ : রাব্বি লা-তাযারনি ফারদাও ওয়া আংতা খাইরুল-ওয়ারিছিন।

অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখ না, যদিও তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’ (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৯)

আল্লাহর কাছে সহায় প্রার্থনার দোয়া

رَبِّ احۡکُمۡ بِالۡحَقِّ ؕ وَ رَبُّنَا الرَّحۡمٰنُ الۡمُسۡتَعَانُ عَلٰی مَا تَصِفُوۡنَ
উচ্চারণ : রাব্বিহ-কুম বিল-হাক্বি, ওয়া-রাব্বুনার-রাহমানুল-মুছতাআনু-আলা মা তাছিফুন।

অর্থ : ‘হে আমার রব, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন’। আর আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ সে বিষয়ে তিনিই একমাত্র সহায়স্থল। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ১১২)

By admin

Related Post

4 thoughts on “সূরা আম্বিয়ায় যে সকল দোয়া বর্ণিত হয়েছে”
  1. প্রতিটি নবী রাসুল তার সম্প্রদায়ের জন্য কিংবা নিজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। আর আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *