দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে চট্টগ্রামে তিন দিনব্যাপি শুরু হয়েছে Chittagong Entrepreneurs Forum (CEF) আয়োজিত ‘বৈশাখী ও ঈদ ফেস্টিভ্যাল’।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থানের ৪০ জন নারী উদ্যোক্তা মেলায় অংশ নেন। তিন দিনব্যাপি শুরু হওয়া এই মেলা শেষ হবে ২৭ মার্চ।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওর্য়াড় কাউন্সিলর চৌধুরীর হাসান মাহমুদ হাসনী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন Chittagong Entrepreneurs Forum (CEF) এর প্রতিষ্ঠাতা আফরোজা সুলতানা পূর্ণিমা, মোহাম্মদ সিফাত চৌধুরী, টিনা, নিশি, ফাতেমা আক্তার প্রমুখ।