ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টা ২২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৫। খবর রয়টার্সের

ইন্দোনেশিয়ার জিওফিজিকস এজেন্সি (বিকেএমজি) জানিয়েছে, জাভা দ্বীপের তীরে ভূমি থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের ফলে পূর্ব জাভার রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ফলে রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে। এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের একটি টেকটোনিক বেল্ট, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার বরাবর অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *