জমকালো আয়োজনে শেষ হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।
রোববার (১০ মার্চ) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ সহ পুলিশ কর্মকর্তা, পুলিশ পরিবারের সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ সকল স্তরের পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।