বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি র‍্যাব ডিজি পদক পেলেন ১২০ সদস্য

এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনএলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পাচ্ছেন ১২০ র‌্যাব সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত র‌্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, পদক প্রদান ছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‌্যাব মহাপরিচালক।

পাশাপাশি তিনি আভিযানিক কার্যক্রমে শহীদ র‌্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‌্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এর আগে গতকাল বুধবার (৬ মার্চ) এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *