অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা ফেরত পাঠানো হয়েছে

রোহিঙ্গা ফেরতনারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা ফেরত

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে দেশটি থেকে নৌকায় করে নারী-শিশুসহ ১৪ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার সকালে টেকনাফ উপজেলার লেদা এলাকা দিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি তাদের বাঁধা দেয়।

পরে একই সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে সাংবাদিকদের জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে লড়াই চললেও বাংলাদেশ সীমান্ত সোমবার সকাল থেকে শান্ত ছিল।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *