২০২৪ সালের ফেব্রুয়ারি মাসও ২৯ দিনের২০২৪ সালের ফেব্রুয়ারি মাসও ২৯ দিনের

ফেব্রুয়ারি মাস কয় দিনে হয়? খুব সাধারণত ২৮ দিনে। কিন্তু ৪ বছর পরপর তা হয়ে যায় ২৯ দিনে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসও ২৯ দিনের অর্থাৎ ২০২৪ একটি লিপ ইয়ার বা অতিরিক্ত এক দিনের বছর।

এর ফলে ২০২৪ সালটি ৩৬৬ দিনের। সর্বশেষ ২০২০ একটি অধিবর্ষ ছিল এবং ২০২৪-এর পরে, পরবর্তীতে ২০২৮ একটি অধিবর্ষ হিসাবে বিবেচিত হবে।

আজকের এই দিনে যে শিশু পৃথিবীতে আসবে তার জন্মদিন পালন হবে প্রতি চার বছর পরপর। তাই তাদের হতভাগা বলা যেতেই পারে।

বৈজ্ঞানিক হিসাব মতে, সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথে প্রায় ৩৬৫ দশমিক ২৫ দিন সময় লাগে। আরও সহজভাবে বলতে গেলে, একটি সৌর ক্যালেন্ডারের এক বছরে পৃথিবী সূর্যের চারপাশের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় নেয় ৩৬৫ দিন, ৫ ঘণ্টা, ৪৮ মিনিট এবং ৪৬ সেকেন্ড।

একটি সাধারণ বছর এভাবেই ৩৬৫ দিনে শেষ হয়। অতিরিক্ত প্রায় ছয় ঘণ্টা চার বছরে ২৪ ঘণ্টা হয়। এই ২৪ ঘণ্টা হলো পৃথিবীর একবার নিজের অক্ষের চারিদিকে ঘোরার সময়। সেই হিসাবে অতিরিক্ত সময় বা ২৪ ঘণ্টা চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত দিন হিসেবে যুক্ত হয়। এটি করা না হলে ফসলের চক্র এবং ঋতু পরিবর্তনের সময় ধীরে ধীরে বদলে যাবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *