আলোচনায় এমপি শামীম, বোর্ডে ‘ভুল বানান’ লিখলেন শিক্ষিকা

ভুল বানানকুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ঝলম ইউনিয়নের বেওলাইন দাখিল মাদরাসা পরিদর্শনে গিয়ে গিয়েছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
সেখানে ৬ষ্ঠ শ্রেণীর শ্রেণী কক্ষে ঢুকে পাঠদানরত শিক্ষিকার বোর্ডে লিখে রাখা একটি ইংরেজি শব্দের বানানের ভুল ধরেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে বেওলাইন দাখিল মাদরাসায় শিক্ষা কার্যক্রম পরিদর্শনে যান তিনি। এসময় প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নেন। এসময় ৬ষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে দেখেন ইংরেজি শিক্ষিকা শাহিনা আক্তার শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার শেখাচ্ছেন। তখন শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে Consonant শব্দটি ভুল (Consant) বানান লিখে রেখেছিলেন ওই শিক্ষিকা। পরে ভুল বানান সংসদ সদস্য শামীমের নজরে এলে ওই শিক্ষিকাকে বানানটি ঠিক করতে বলেন।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শন ও শিক্ষিকার ভুল ধরার ওই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এ সংসদ সদস্য। পরে মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *