আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আবু আহমেদ জমাদার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আবু আহমেদ জমাদার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দিয়েছে সরকার। আর হাইকোর্টে ফেরানো হয়েছে বিচারপতি শাহিনুর ইসলামকে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদ থেকে বিচারপতি মো: শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করায় বিধান মোতাবেক ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণাক্রমে ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার-কে চেয়ারম্যান এবং বিচারপতি মো: শাহিনুর ইসলামের শূন্য পদে এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়াকে (জেলা ও দায়রা জজ) তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। সেই সাথে ট্রাইব্যুনালের অপর সদস্য মাননীয় বিচারপতি কে,এম, হাফিজুল আলম-কে তার পদে বহাল রাখা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করবেন। সেই সাথে ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে তাকে প্রদত্ত সকল নিরাপত্তা সুবিধাসহ আনুষাংগিক অন্যান্য সুবিধাদি বিধি মোতাবেক অব্যাহত থাকবে।’

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *