বঙ্গবন্ধু অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু অ্যাপবঙ্গবন্ধু অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ অ্যাপ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে গণভবনে এর উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই মানুষ জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে।

এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পঁচাত্তরের পর ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি হয়: প্রধানমন্ত্রীপঁচাত্তরের পর ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি হয়: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *