গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধগাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে মহানগরের কুনিয়া তারগাছ এলাকা এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুনিরা। তিনি স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মুনিরা ঘটনাস্থলে মারা যান। শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *