বিপিএলের আগামী ম্যাচের জন্য অনুশীলনে গুরুত আহত হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন আরেকটি ডেলিভারির জন্য, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথায়। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে।
মূলত ঝুঁকি এড়ানোর জন্যই এই সতর্কতা অবলম্বন করেছে মেডিকেল বিভাগ। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ কি না তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।
চলতি বিপিএলে কুমিল্লার জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। যার মধ্যে নিয়েছেন ১১টি উইকেট। কুমিল্লার পরের ম্যাচ আগামীকাল সোমবার। সাগরিকায় কাল দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার আগে মুস্তাফিজের এই চোট বড় ধাক্কাই বটে।