মিয়ানমার সীমান্তের পুরোটাই কাঁটাতারের বেড়া দেবে ভারত

ইনডো মিয়ানমার ফ্রেন্ডশীপ গেইট

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করেছে ভারত সরকার। সীমান্তে নজরদারি চালানো সহজ করতে এই উদ্যোগ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) লোকসভায় এই তথ্য জানিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সব সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তিনি আরও জানান, মণিপুরের মোরে সীমান্তে ১০ কিলোমিটার অঞ্চলে বেড়া দেয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ও মিজোরামের ১ কিলোমিটার সীমান্তে হাইব্রিড সারভিল্যান্স সিস্টেমের মাধ্যমে বেড়া দেয়ার দুটি পাইলট প্রজেক্টের কাজও শুরু হয়েছে।
ভারত ও মিয়ানমারের মধ্যে ১ হাজার ৬৩৪ কিলোমিটার সীমান্ত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বেড়া দেবার পাশাপাশি সীমান্তে দুই দেশের নাগরিকদের পাসপোর্ট-ভিসা ছাড়া একে অন্য দেশের ১৫ কিলোমিটার পর্যন্ত অবাধ যাতায়াত ব্যবস্থায়ও বিধিনিষেধ আরোপ করা হবে।

২০১৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী এই ব্যবস্থা চালু রয়েছে। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ও অবাধ যাতায়াত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে মিজোরাম ও মণিপুরের উপজাতি সংগঠনগুলো।

দ্য ইন্ডিজেনাস ট্রাইবাল ফোরাম ও মিজোরামের নাগা গোষ্ঠী (নাগাল্যান্ড সোশালিষ্ট কাউন্সিল) এর প্রতিবাদে সমাবেশ করেছে।

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সীমান্ত রয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *