বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে কমপক্ষে ৪ বার শিক্ষক নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষক সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন রোডের বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণ যদি কাউকে ক্ষমতায়ন করতে হয়, তাহলে এনটিআরসিএকেই করতে হবে।’ শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএকে আহ্বান জানান।

এ সময় শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষাবোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *