সৌদি সরকারের সহায়তায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দুইজন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দ্বীন ইসলাম ও কবির হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সৌদি সরকারের সহায়তায় দুই ‘যুবদল নেতাকে’ গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম আন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শেখ হাসিনাকে ই-মেইলে হুমকি দিয়ে গত বছরের ১৭ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন সেন্টারের ই-মেইলে একটি বার্তা পাঠানো হয়।আসাদুজ্জামান জানান, সৌদি সরকারের সহায়তায় হুমকিদাতা দুজনকে শনাক্ত করে দেশে ফেরানো হয়েছে। তাঁরা হলেন—দ্বীন ইসলাম ও কবির হোসেন। সিটিটিসি জানিয়েছে, তাঁরা যুবদলের নেতা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে আবেদন করে ওই দুজনকে গত ২৯ জানুয়ারি দেশে ফিরিয়ে আনা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, “তাঁরা এখন পুলিশের রিমান্ডে রয়েছেন।” তিনি বলেন, কবির হোসেন সৌদি আরবে যুবদলের একাংশের সভাপতি ও দ্বীন ইসলাম যুবদলের নেতা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *