বিশ্ব ইজতেমায় গণবিয়েতে যুগলবন্দী হলো ৭২ জোড়া নারী-পুরুষ

যুগলবন্দী হলো ৭২ জোড়া নারী-পুরুষ

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ৭২ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

লাখো মানুষের ইবাদত বন্দেগির মধ্যেই শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ে। সম্পূর্ণ ইসলাম শরিয়াহ্ মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা জোবায়রুল হাসান এসব যৌতুকবিহীন বিয়ে পড়ান। ইজতেমা ময়দা‌নে লা‌খো মুসুল্লীর সাম‌নে বি‌য়ের সম্পন্ন হওয়া বরকত ময় ব‌লে ম‌নে ক‌রেন বরগণ।

বিশ্ব ইজ‌তেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। এজন্য সকাল থেকেই অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। প‌রে ৭২ বর-কনের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *