১৬৬ কোটির বিলাসবহুল বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা-নিক

নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী গায়ক নিক জোনাসনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী গায়ক নিক জোনাস

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ১৬৬ কোটি টাকা দিয়ে বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন। কিন্তু সেই বাড়ি থেকেই বেরিয়ে যেতে হলো প্রিয়াঙ্কা ও তার স্বামী গায়ক নিক জোনাসকে।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাড়িটি ছেড়ে অন্যত্র চলে গেছেন তারা। তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

কি এমন সমস্যা হলো যে কারণে বাড়ি ছেড়ে পালালেন এই অভিনেত্রী?
জানা গেছে পানির কারণে না কি তাদের বাংলোর ক্ষতি আটকানো যাচ্ছে না। তাদের বাড়িতে ছত্রাকের আক্রমণ ঘটে। এই ঘটনার পরেই দম্পতি তাদের মেয়ে মালতি মারির সঙ্গে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হয়েছেন, এখন তাদের বিলাসবহুল বাড়িতে সমস্যাগুলোর সমাধানে মেরামতের কাজ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা ও নিক তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ২০২৩ সালের মে মাসে বাড়ি বিক্রেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তারা। সেই মামলায় উল্লেখ করা হয়েছে যে, বাড়ির পুল কেনার পরে খারাপ ওয়াটারপ্রুফিংয়ের মতো বিষয়গুলো অসুবিধার কারণ হয়ে ওঠে। সেখান থেকেই ছত্রাক ও দূষণ সম্পর্কিত বিষয়গুল নিয়ে সমস্যা তৈরি হতে থাকে।

এছাড়া, ডেকে একটি পানির লিকেজও দেখা যায়, যা বাড়ির ভেতরের কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করে। অভিযোগে আরও বলা হয়েছে যে, এটি আসলে বসবাসের অযোগ্য বাড়ি।
মামলায় আরও বলা হয়েছে, এই সমস্যা আগে থেকে না জানানোর কারণে যথেষ্ট এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আর এসব কারণে বাড়ির ক্রয়-বিক্রয় বাতিল করা প্রয়োজন। বিকল্প হিসেবে, ভুক্তভোগীদের মেরামতের সমস্ত খরচের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মামলার আসামিদের আচরণের কারণে ব্যবহৃত ক্ষতি এবং অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

ওই বাড়ির যে সমস্যা রয়েছে, তা মেরামত করতে ১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সাধারণ ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

আপাতত বাড়িটি ছেড়ে অন্যত্রই রয়েছেন নিক-প্রিয়াঙ্কা। তারা কবে এখানে ফিরবেন, তা জানা যায়নি। এই বিলাসবহুল বাড়িটি ভাড়াও দেওয়া হচ্ছে না।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *