সিনেমায় মৃত গায়কদের কণ্ঠ ফেরালেন এ আর রহমান

এ আর রহমানএ আর রহমান

সামপ্রতিক ‘কারার ওই লৌহ কপাট’ গান নিয়ে বিতর্কের পর সোশ্যাল মিডিয়ায় গীতিকার, সুরকার, গায়ক এ আর রহমানের আনাগোনা তুলনামূলক কমে গেয়েছিল। তখন পুরোপুরি চুপ ছিলেন তিনি, যখন তাকে নিয়ে তুমুল বিতর্ক চলছিল। দেননি কোনো প্রতিক্রিয়া।

সেসব এখন অতীত। এবার এ আর রহমান যা করলেন, তা দেখে ভক্তরা রীতিমতো হতবাক। তাই তো কেউ কেউ বলছেন, অসাধ্য সাধন করেছেন অস্কারজয়ী সুরকার।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে এ আর রহমান এআই প্রযুক্তির সহায়তায় প্রয়াত দুই শিল্পীর কণ্ঠ ব্যবহারের কথা জানান। তিনি লেখেন, ‘লাল সেলাম ছবিতে প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করেছি তাদের পরিবার থেকে অনুমতি নিয়ে। উপযুক্ত সম্মানিও দেওয়া হয়েছে তাদের কণ্ঠ ব্যবহারের জন্য।’

এই সুরকার আরও লেখেন, ‘প্রযুক্তি কখনোই বিপদ ডেকে আনে না। কীভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটা জানা খুব দরকার।’

প্রসঙ্গত, ‘লাল সেলাম’ সিনেমার হাত ধরে ফের পরিচালকের আসনে বসেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। এক ক্যামিও চরিত্রের জন্য বাবা রজনীকান্তকে কাস্ট করেছেন তিনি। সেই ছবির পোস্টার যদিও আগেই মুক্তি পেয়েছে। এ ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *