মিয়ানমারের সেনারা রাখাইনের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে পালিয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ঘাঁটি ছেড়ে পালানোর আগে জান্তাবাহিনী ১২২ মিলিমিটার হাউইটজার, অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে যায় বলে জানিয়েছে ব্রাহারহুদ অ্যালায়েন্স।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে, রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ এ তথ্য জানিয়েছে।


গত অক্টোবরে রাখাইনের আরাকান আর্মি ও আরও দুটি সশস্ত্র গোষ্ঠী মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি জোট গঠন করে। এরপর তারা জান্তা বাহিনীর বিরুদ্ধে শুরু করে সম্মিলিত হামলা। তাদের এসব হামলায় টিকতে না পেরে অনেক স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন সেনারা।


মাইবনের ঘাঁটি থেকে জান্তা বাহিনীর পালিয়ে যাওয়ার ব্যাপারে এক বিবৃতিতে ব্রাদারহুড অ্যালায়েন্স বলেছে, ‘গত শুক্রবার জান্তা বাহিনী মাইবনের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে চলে গেছে। সেদিন সকাল থেকে সেনারা ওই ঘাঁটি এবং পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্যাম্পে ১২২ মিলিমিটার হাউইটজার, অস্ত্র ও গোলাবারুদ পোড়ানো শুরু করে।’


এরপর সেনাবাহিনীর সদস্যরা দুটি যুদ্ধজাহাজে করে পালিয়ে যায় বলেও জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। তবে যুদ্ধজাহাজে থাকা সেনাদের লক্ষ্য করে আরকান আর্মির সদস্যরা হামলা চালালে— জাহাজের ভেতর বেশ কয়েকজন সেনা আহত হন বলে দাবি করেছে জোটটি।


বর্তমানে রাখাইনের কাউয়াকতু, মারুক-ইউ, মিনবায়া, রাথেডং এবং রামরিতে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সদস্যদের লড়াই চলছে।


সূত্র: নারিনজারা নিউজ

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *