-সুমন ইসলাম
কেউ মানলো না তোমায়।
স্বীকারও করলো না কেউ কেউ,
কি আসে যায় তাতে, কিছু কি যায় আসে?
তোমার উচ্চতা আর উঁচু শির
অর্জন আর গর্জনে গড়া চলা পথ
রক্ত আর শ্রমে বাঁধা কারাগার,
বিপলে যাবে না জেনো।
বায়ান্ন থেকে একাত্তরের সিঁড়ি,
লাল-সবুজের পতাকার দেহ-
নির্মিত হলো তোমার তর্জনীর ইশারায়।
-৪ আগস্ট, ২০২১”
কবি ও লেখক পরিচিতি
Suman Islam
Teacher
Academy Road, Feni