আগে অনেক বোকা ছিলাম
অনেক অনেক বন্ধু বানাতাম।
আগে অনেক বোকা ছিলাম
নতুন নতুন স্বপ্ন দেখতাম।
এখন কি তবে আমি আর বোকা নেই?
কই এখন তো আমি বন্ধু বানাই না
কই এখন তো আমি স্বপ্ন দেখি না।
এখন কি তবে আমি বড় হয়ে গেছি?
মা বলে বয়স আমার কুড়ি
আর কুড়িতে নারীরা নাকি বুড়ি।
নাহ আমি বড় হতে পারিনি,
বড় হতে পারলে তো,
আজ আমি ঘরে বসে অন্যায়কে প্রশ্রয় দিতাম না।
আমি বিদ্রোহ করতাম,
আমার ক্রোধের আগুনে পুড়ে যেত অন্যায়কারীরা।
ছোটবেলায় ভাবতাম কবে যে বড় হবো,
আজ বয়স বাড়লেও বড় আর হতে পারলাম না।
বড় হওয়াটা বোধহয় এখন আর ভালো না।
ছোটবেলায় অনেক বন্ধু বানাতাম সেটাই বোধহয় ভাল ছিল।
ছোটবেলার স্বপ্নগুলোই বোধহয় ভালো ছিল।
আমি বরং বোকাই হতাম।”

কবি ও লেখক পরিচিতি
Sumaiya Zaman Prity
Student, Rajbari Sadar, Rajbari

September 8, 2021 published at JAR BOOK

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *