সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের ইনজুরি সময়ে সাগরিকার একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে কোচ সাইফুল বারীর শিষ্যরা।।
রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খেলার শুরুতে ভারতই ঝাঁপিয়েছিল আক্রমণে। ম্যাচজুড়ে অনেক সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এক গোলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
শেষ মুহূর্তে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ্য এনে দিলেন মোসাম্মাৎ সাগরিকা। যোগ করা সময়ে তার গোলেই ভারতকে ১–০ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব–১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেলেন বাংলাদেশের মেয়েরা।