কৃষক
ফয়সাল আহমাদ।
রোদে পুড়ি আর
শীতে করি থর থর।
তবুও কাজ করি
মাঠের মধ্যে।
উৎপাদন হয় ফসল
আল্লাহ থাকে পাশে তাই।
বর্তমান বাজারে দাম নেই
সেই কৃষক নামাক
স্বার্থহীন মানুষ গুলোর ।
রোদে পুড়ি আর
শীতে করি থর থর।
তবুও কাজ করি
মাঠের মধ্যে।
চালাই পাওয়ার টিলার,
শুনি কান ফাটানো শব্দ।
তাও হাল না ছাড়ী,
ওই স্বার্থপর চেয়ারে বসা মানুষ গুলোর জন্য।
বর্তমান বাজারে দাম নেই
সে কৃষক নামক
স্বার্থহীন মানুষ গুলোর।
তাদের ক্ষ্যাত বলে করি কত
মাজার হাসি তামাশ।
আসলে তারাই তো
তোমাদের জীবন বাঁচানোর
হিরো।
তুমি শীতে লেপের তলে,
কানে ইয়ার ফোনে করছো দিন পার।
আর কৃষক করে জমিতে
ঠান্ডা ঠান্ডা জিবনে করছে পার।
বৃষ্টি দিনে ঘুমাতে পারে না
জমির পানি বাঁধতে হয়।
তবুও তাদের ক্ষ্যাত শুনতে হয়।
বর্তমান বাজারে দাম নেই
সে কৃষক নামক
স্বার্থহীন মানুষ গুলোর.
রোদে পুড়ি আর
শীতে করি থর থর।
তবুও কাজ করি
মাঠের মধ্যে।
উৎপাদন হয় ফসল
আল্লাহ থাকে পাশে তাই।
তুমি হেরে গেছো সেই কৃষক
নামক মানুষদের কাছে।
দাওয়াত দিলাম বন্ধু তোমায়
লাট সাহেবি ছেড়ে একবার ধানের
একটা দানা উৎপাদন করে দিও।
বর্তমান বাজারে দাম নেই
সে কৃষক নামক
স্বার্থহীন মানুষ গুলোর।
Alhamdulliah