সুমন দাশগুপ্ত
আগষ্ট মাসে ঝড় বসে
সেই স্মৃতিগুলো মনে পড়ে
মুজিবের ভাষণ পাকিস্তানির শোষণ
আজও এই দেশে শহীদের রক্ত ঝড়ে।
মনে পড়ে মনে পড়ে
সেই দুঃখের আগষ্ট মাস ।
ঝোড় করে অস্ত্র ধরে
করেছে কত মায়ের সর্বনাশ।
কত জমিন কত ভূমিণ
হয়েছে অপহরণ
শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে
কেউ করতে পারেনি রক্ষণ।
জানের টানে বাঁচার প্রাণে
সনাতন করেছে পলায়ন
যৌবন দিয়ে মৃত্যু ভয়ে
করেছে হানাদার লুঠন।
আগষ্ট মাসে রক্ত চুষে
জীবন দেন মুজিবুর
চারিদিকে চারিদিকে
শোনা যায় বিজয়ের সুর
জয় বাংলা জয় বাংলা
হলো স্বাধীন সোনার বাংলা
স্বাধীন দেশ যুদ্ধ শেষ
নাম হলো বাংলাদেশ
কবি ও লেখক পরিচিতি
Sumon Dash Gupta
ফার্মেসী
গ্রাম মুরাদপুর ডাকঘর বদরদি থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ