ছোট একটি ঘর
কিন্তু,
কষ্টগুলো পাহাড় সমান।
এ ব্যাথা ত কেউ বোঝে না।
আকাশের পানে চেয়ে,
চোখের কোণে পানি এলে
আড়ালে তা মুছে ফেলি।
কেউ বুঝবে কষ্টের জায়গা
ছোট একটি নীড়ে
কাছের মানুষগুলোকে ছেড়ে
না আছে বন্ধুত্ব,
না আছে প্রেম,
না আছে ভালোবাসা।
শুধুই আছে, এ যান্ত্রিক শহরে
ফর্মালিটি।
কবি ও লেখক পরিচিতি
Tasnim nahar labonno
Student
Nazipur,Naogaon.
সঙ্গী
রাতের তারা ভরা আকাশে
চাঁদের আলোয়,
তুমি কি সঙ্গ দেবে আমায়।
শীতের শিশির ভেজা ঘাসে
তুমি কি হাতটা ধরে বলবে,চলো হাটি।
বর্ষার বৃষ্টিতে
তুমি আমার
কফির সঙ্গ দেবে কি।
না।
গ্রীষ্মের কাঠ ফাঁটা রোদে
স্বপ্নগুলো পুড়িয়ে ছাই করে দেবে।
না বলবে
আমার প্রতিটি ভোরের
সূর্যরশ্মী উপভোগ করার সঙ্গী হবে তুমি।