ঢাকায় ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি

রাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছেরাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে

রাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) দিনগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস। এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা। একইসময়ে ঢাকার আশপাশের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে হালকা বাতাসও বয়ে যায়। কয়েক স্থানে বজ্রপাতের খবরও পাওয়া গেছে।


শনিবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।


সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলি ও বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *