দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা ভোট দিয়ে আসিফ আলি জারদারিকে নির্বাচিত করেন।
শনিবার (৯ মার্চ) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচত হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই।
সংবাদমাধ্যমটি জানায়, নির্বাচনে আসিফ আলি জারদারি পেয়েছেন ৪১১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৮১ ভোট।
জারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি বেসামরিক লোক হিসেব দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পক্ষে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে, ইসিপি বলেছে, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ার এবং ইসলামাবাদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে আরও বলা হয়, পাঁচটি স্থানের প্রিজাইডিং অফিসারদের প্রস্তুতকৃত ফলাফল ইসিপি সচিবালয়ে গৃহীত হয়েছে।
সূত্র: ডন