অমর একুশে মেলা উদযাপন পরিষদের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ন হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে আন্দরকিল্লা চত্বরে মাতৃভাষা দিবসে সকল শহিদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিশেষ স্মরণিকা প্রকাশ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের বিশেষ সম্মাননা প্রধান ও মনোজ্ঞ সাংস্কৃতিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ন হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক কুয়েতের রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার দে , চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরীর হাসান মাহমুদ হাসনী,জার লিমিটেডের সিইও জিন্নাত আলী, বাকলিয়া ওর্য়াড় আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন নুরু।
এতে আরও উপস্থিত ছিলেন অমর একুশে মেলা উদযাপন পরিষদের আহবায়ক সুমন দেবনাথ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন, প্রধান সমন্বয়কারী প্রণবরাজ বড়ুয়া।
এতে সঞ্চালনা করেন দিদার আশরাফী।