অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ইমাদ ওয়াসিম জানিয়েছেন যে তিনি পিসিবি কর্মকর্তাদের সাথে সাক্ষাতের পর অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার ডেইলি জংগ ইমাদের জাতীয় দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে ইমাদ বলেন, অবসর ভাঙার ঘোষণার পর আমি আনন্দ অনুভব করছি।
তিনি বলেন যে আমার ওপর আস্থার রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আশা করি- আমাকে পাকিস্তান টি-টোয়েন্টি দলে দেখবেন। এই অলরাউন্ডার আরো বলেন, দেশের জন্য সম্মান বয়ে আনতে ভালো খেলার চেষ্টা করব।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সদ্য সমাপ্ত আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন ইমাদ ওয়াসিম। দলটির শিরোপা জয়ের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ইমাদ ওয়াসিম গত বছরের ২৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সে সময় এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
এরপর ইমাদ যোগ করেছিলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা, দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’