কাতারে ইসরাইল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহের সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, তার দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির খুব কাছাকাছি। তবে এখনও আলোচনা শেষ হয়নি। আগামী সোমবারের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেছিলেন, গত কয়েক দিনে ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে প্রস্তাবিত চুক্তিটি হামাস গ্রহণ করবে কিনা তা স্পষ্ট নয়। মিশর, ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে হওয়া আলোচনায় অগ্রগতি হয়েছে।
গত ৭ই অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের বন্দুকধারীরা হামলায় ১২শ লোক নিহত হয়। হামলাকারীরা ২৫৩ জনকে জিম্মি করে। পরে বেশ কয়েকজনকে ছেড়ে দেয় হামাস। এরপরই গাজায় ব্যাপক হারে বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ওই অঞ্চলে এখন পর্যন্ত ২৯ হাজার সাতশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।