জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, ‘রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি। নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। এখন মহান আল্লাহ তাআলার ইচ্ছা।’
অপু বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমি নিজে একজন নারী, তাই বেশ ভালো করেই বুঝি যে একজন নারীকে কী পরিমাণ সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই আমি। এখন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে এই কাজের সুযোগ দেবেন।’