মিয়ানমারে চলমান সংঘর্ষের জের ধরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অস্ত্র জমা রেখে আশ্রয় দিয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নতুন করে আরও ২৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে ৬৮ জন আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিন সকাল থেকে তুমব্রু সীমান্তের বাইশফাঁড়ি এলাকায় থেমে থেমে মর্টার শেল-গুলি বর্ষণ চলছে। ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য মো.শফিকুল ইসলাম বলেন, “গত রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। অনেকে ঘর ছেড়ে পালিয়েছেন।”