ইয়াছিন আরাফাত: বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক প্রসিকিউটর মুক্তিযুদ্ধের সংগঠক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের শ্রদ্ধেও পিতা প্রয়াত এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুয়েতের সাবেক রাষ্ট্রদূত ও চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস. এম. আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম।
এতে আর উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নুরুচ্ছফা তালুকদারের ছোটো ছেলে মাহমুদ রাসেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, প্রফেসর রেজাউল কবির, চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, সাবেক প্যানেল মেয়ার নিলুফার বেগম, জার নিউজের সম্পাদক জিন্নাত আলীসহ শিক্ষক, সাংবাদিক, আইনজীবি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা বক্তরা মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন।