জাতীয় সংসদের হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি নিচ্ছেন বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সহ–অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বুধবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিপিএলের সিলেট স্ট্রাইকার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ–অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।’
মাশরাফিকে কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তার ফেরার অপেক্ষায় আছে।’
বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। তার সিলেটও ৫ ম্যাচ খেলে এখনো জয় তুলে নিতে পারেনি। একের পর এক হারার পরও মাশরাফির ইনজুরি নিয়ে খেলার কারণে চলছিল নানা আলোচনা-সমালোচনা। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর চলতি আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।