সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের সব কোষে অক্সিজেন প্রবাহ জরুরি, যা পাই চারপাশের বাতাস থেকে। এই অক্সিজেন শ্বাসনালি হয়ে ফুসফুস অতিক্রম করে রক্তে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে প্রতিটি কোষে পৌঁছে যায়। নাক থেকে শুরু করে শ্বাসনালির কোথাও বাতাসের এই প্রবাহ বাধাগ্রস্ত হলে শিশুর শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়। ফলে হা করে শ্বাস নেয়, নাকে ঘড় ঘড় শব্দ হয়, বিশেষ করে ঘুমের সময়।
বেশির ভাগ ক্ষেত্রে নাকের ভেতরের ঝিল্লিগুলো ফুলে গেলে, নাকের ভেতরের পর্দা বা দেয়াল জন্মগতভাবে বাঁকা হলে এ রকম সমস্যা হয়ে থাকে। তবে বাচ্চাদের এ ধরনের দীর্ঘমেয়াদি নাক বন্ধ সমস্যার প্রধান কারণ হলো শ্বাসনালির একদম ওপরের অংশে, নাকের পেছনের দরজার ঠিক ওপরে থাকা অ্যাডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া।
অধ্যাপক আবিদ হোসেন মোল্লা