প্রিয় দয়াল প্রিয় মালিক
তুমি সৃষ্টির কারিগর,
থ্রি ভুবনের জগৎ ভূমিতে
তোমারই সবি সমাদর।
জীবনের ঘানি তোমার রহম,
তোমার মহিমা সুন্দর
সিয়াম সাধনা সে আহ্বান
ভরে উঠুক অন্তর।
শান্তির পথে ইসলাম নৌকা
রহমান তুমি অসীম,
সবার জীবনে বর্ষিত হোক
রহমতের প্রিয় জমিন।