তামান্না মুসা আভা
শহরটা হয়তো আবার একদিন সুস্থ হবে,
কিন্তু ওই সুস্থ শহরটাতে তুই আর আমি মিলে আমাদের আমরাটা থাকবো না।
হয়তো এ শহরে আবার সব আগের মতো হবে,
কিন্তু তোর আমার সেই কুলফি জমানো প্রেমটা আর হবে না।
সুস্থ ওই শহরটা হয়তো আবার ব্যস্ত হবে,
কিন্তু তোকে নিয়ে চিন্তায় ব্যস্ত থাকার চাকরিটা আমি হারিয়ে ফেলেছি।
সুস্থ ওই শহরে হয়তো নতুন কিছু হারানোর ভয়ের অঙ্কটা তুঙ্গে থাকলেও তোকে হারিয়ে আমার দেনাপাওনার অঙ্কটা যে একদম শুণ্য।
সুস্থ ওই শহরে হয়তো আবার দোল মঞ্চের আবির ছোঁয়া হবে,
কিন্তু সেই আবিরের রঙে আমার আর রাঙানো হবে না।
অসুস্থ এই শহর হলেও তুইতো ছিলি আমার সকল সুখের এক চিলতে সুখের কারণ,
কিন্তু সুস্থ ওই শহরটায় বড় অকারণেই কারণগুলোকে তোর ছেড়ে যাওয়া।
হয়তো আমিও ওই সুস্থ শহরের অসুস্থ ভিড়ে গুলিয়ে যাব হারিয়ে যাব, কিন্তু তোকে ভোলা হবে না।
হয়তো তুই আসবি আমার গভীর রাতের স্বপ্ন হয়ে,
ছুঁয়ে যাবি আমার কল্পনায়,
এটা হলেও হতে পারতো স্ব-শরীরে,
কিন্তু এটা কল্পনা,
আর এটাই বাস্তব……”
Tamanna Musa Ava
Student
Hatirjhil, Dhaka-1219