উম্মে কুলসুম
গোধূলির সূর্যের আলোর মতোই তুমি,
খানিকটা আলোর পর দিনের অভিমানী।
ফের আবার অপেক্ষা, ফের দেখা,
তুমি তো রোজকার মতোই, কিন্তু আমি ফিরি একা।
ফের আবার কোন ভাঙ্গা কাঁচের জানালায় তোমার হাতছানি,
তখন তুমি আমার জন্য নও, তবুও থেকে যায় তোমায় দেখবার অপেক্ষা খানি।”