টকাই।
ফয়সাল আহম্মদ।
ঘর নেই,পরিচয় নেই।
থাকি রাস্তা অথবা
টিনের চালের তলায়।
টকাই বলে অধিকার নেই
আছি মিথ্যে যন্ত্রণায়।
ইচ্ছে করে নিজের মতো বাঁচতে।
বাবাটাও পরিচয় দিলো
টকাই বলে।
টাকা নেই,ঘর নেই
অবহেলার মাত্রা নেই।
আমরাও মানুষ শুধু
পরিচয়টা ভিন্ন অভিন্ন।
থাকি ঝড় বাদলে ট্রেন অথবা
টিনের চালে,ভিজি আমরা
প্রতিনিয়ত টকাই বলে।
ছেড়ে গেছে বাবা মা
শিখিয়ে গেছে
হাত পেতে বেচেঁ থাকতে।
আজও ভাই, ভয়ে থাকি
স্টিশনে ট্রেনটা ঠিক সময়
আসবে কী?
আজ টকাই বলে
অবহেলাই বাচিঁ
ওরা গালি দেয়,মার দেয়
তবুও ওদের আশায় থাকি।
বেচেঁ আছি টকাই বলে
একমুঠো ভাতের টাকা যোগাড় করে।
“ভাই,আমরাও বাচাঁর মতো বাচঁতে চাই”
ট্রেনের শব্দ থেকে মুক্তি চাই।
আজও নিরব কান্না আসে
ভিজে বালিশের দুই কোন।
কেউ এসে বলে না কেন,
“টকাই,”চল তোদের মুক্ত আকাশে
ছেড়ে দেই।”
“জানো কী ভাই,
“দেশ চলছে রাজনীতির টানা পড়ন
আমাদেরকে মুক্ত করবে কে।”
তাই আজও নিরব কান্নায় বুক
ভাসায়,নিজেকে
টকায় বলে।
Thank You